স্মার্ট কার্ড বিতরণ এলাকায় যেসব নাগরিক এখনও স্মার্ট কার্ড হাতে পাননি তারা সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন সংসদ নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
Advertisement
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. সেলিনরা জাহান লিটার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সংশোধন আবেদন করা যায়। সংশোধনের বিভিন্ন পর্যায়ের জন্য ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত চার্জ বা ফি জমা দিতে হয়।
মন্ত্রী জানান, আবেদনের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংশোধনবিষয়ক সিদ্ধান্ত আবেদনকারীকে জানিয়ে দেয়া হয়।
Advertisement
এইচএস/এমআরএম/আইআই