অমর একুশে বইমেলায় আসছে সাখাওয়াত হোসেন সুজনের গল্পগ্রন্থ ‘তূর্য’। বইটি প্রকাশ করছে পূর্বা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি পাওয়া যাবে পূর্বা প্রকাশনীর ১১৮ নম্বর স্টলে ও লিটল ম্যাগ চত্বরের ৭৯ নম্বর স্টল রোদ্দুর এ।
Advertisement
‘তূর্য’ বইয়ে থাকছে ৪টি বড় গল্প। মেলার প্রথম দিন থেকেই পূর্বা প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে।
সাখাওয়াত হোসেন সুজন বর্তমানে জাগোনিউজ২৪.কমে সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন। এছাড়া শীর্ষ নিউজ ডটকমসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় কাজ করেছেন।
ফেসবুক ও ব্লগেও লেখালেখি করেন তিনি। গল্প ও উপন্যাস লিখতেই মূলত পছন্দ করেন। লিখেও চলেছেন নিয়মিত।
Advertisement
এর আগে ২০১৭ সালের একুশে বইমেলায় ‘যদি কখনো ভালোবাসো’ নামে একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে।
এএ/এসইউ/আরআইপি