বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার, ৩০ জানুয়ারি। এবারের ভেন্যু গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে। শিল্পী সমিতির নেতৃত্বে এর সদস্যদের নিয়ে হচ্ছে এবনভোজন। এবারে বিশাল উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
প্রতিবারের মতো এবারেও বনভোজনকে কেন্দ্র করে থাকবে নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নাচে-গানের অংশ নেবেন একঝাঁক চলচ্চিত্র তারকা। থাকবে ফুটবল খেলাও। বিশেষ করে পরিকল্পনা করা হচ্ছে নায়ক বনাম ভিলেনদের মধ্যে একটি ফুটবল ম্যাচ আয়োজনের।
সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, ‘এবারের বনভোজনকে প্রাণবন্ত করে রাখতে বিস্তর পরিকল্পনা নেয়া হয়েছে। নায়ক-নায়িকাদের পাশাপাশি থাকবেন চিত্রপরিচালক, প্রযোজক, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের মানুষেরা। আশা করছি সব প্রজন্মের তারকাদের নিয়ে বিরাট একটি উপস্থিতি হবে এবার।’
শিল্পী সমিতির বনভোজনের সার্বিক তদারকি করছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘প্রতি বছর শিল্পী সমিতি বনভোজন আয়োজন করে। তবে এবারে বিশাল আয়োজন করা হয়েছে। সবাই মিলে প্রচুর হৈ চৈ করবো। সারা বছরের প্রাণশক্তি সঞ্চয় করে নেবো। এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লাঠি খেলা, ফুটবল খেলা, আতশবাজিসহ নানা চমক থাকবে।’
Advertisement
জানা গেছে, বনভোজনের বিশেষ চমক হিসেবে থাকবে নায়ক-নায়িকা এবং ভিলেনদের মধ্যে ফুটবল খেলা। নায়কদের পক্ষ থেকে কে নেতৃত্ব দেবেন সেটি জানা না গেলেও ভিলেনদের পক্ষে মিশা সওদাগরই অধিনায়কত্ব করবেন বলে শোনা যাচ্ছে।
এদিকে বনভোজনকে কেন্দ্র করে এফডিসিতে গত কয়েকদিন ধরেই চলছে শিল্পীদের নাচের মহড়া। এসব গানের কোরিগ্রাফি করছেন দেশের খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল। এছাড়া রয়েছেন মাইকেল বাবু। সাংস্কৃতিক অনুষ্ঠানের তত্ত্বাবধান করছেন সমিতির এক নাম্বার কার্য নির্বাহী সদস্য সাইমন সাদিক। তিনি বলেন, ‘এবারে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু নিয়ম এনেছি। যারা সমিতির নেতৃত্বে রয়েছেন তারা কেউ কোনো পরিবেশনায় অংশ নিতে পারবেন না। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারটিতেও গুরুত্ব দেয়া হচ্ছে।’
বনভোজনের এ আয়োজনে জুটি বেঁধে নাচবেন সানজু জন-বিপাশা কবির, আসিফ নূর-অধরা, জয় চৌধুরী-রোমানা নীড়, শিপন মিত্র-দিপালী, নাদিম-শিরিন শিলা, আমান রেজা-তানিন সুবহা, পুষ্পিতা পপিসহ এ প্রজন্মের আরও বেশ কয়েকজন নায়ক-নায়িকারা।
এলএ/এমএস
Advertisement