আন্তর্জাতিক

পুরুষদের নামাজে ইমামতি করে ‘হুমকি’র মুখে জামিদা

শুক্রবার ভারতের মালাপ্পুরমে পুরুষদের নামাজে ইমামতি করেছিলেন জামিদা নামে এক নারী। আর তারপরই থেকেই বিভিন্ন ধর্মীয় সংগঠনের হুমকির মুখে পড়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজারের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। তবে পেশায় শিক্ষক ওই নারীকে কী হুমকি দেয়া হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অল্প কয়েকজন পুরুষই যোগ দিয়েছিলেন ওই জামাতে। কোনো নারী যাননি।

ধর্মীয় সংগঠনগুলো বলছে, অবাঞ্ছিত কিছু যাতে না ঘটে সে জন্যই পুরুষ ও নারীর একত্রে নামাজ পড়ার বিধান নেই। নারীদের নমাজে কোনও মহিলা নেতৃত্ব দিতে পারেন। কিন্তু পুরুষের জামাতে কোনও মহিলার ইমামের ভূমিকা নেয়াটা ধর্মসম্মত নয়।

Advertisement

একটি সংগঠনের মন্তব্য, ‘স্রেফ চমক দিয়ে রাতারাতি তারকা হওয়ার লোভেই জামিদা এই কাজ করেছেন।’

তবে এসব মানতে নারাজ জামিদা। উল্টো এমন নামাজের আয়োজনের আরও পরিকল্পনা আছে তার।

এনএফ/পিআর

Advertisement