খেলাধুলা

যে কারণে হঠাৎ ডাকা হলো আবদুর রাজ্জাককে

ইনজুরির কারণে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার শূন্যস্থানটা পূরণ করা যায় সে চিন্তায় বিভোর টিম ম্যানেজমেন্ট। সাকিব তো একাধারে অধিনায়ক, ব্যাটসম্যান, বোলার- সব কিছু। দলকে একসঙ্গে এনে খেলিয়ে সাফল্যটাও কুড়িয়ে আনতে পারেন তিনি; কিন্তু তিনি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে তার অনুপস্থিতিতে তার অভাব পূরণ করবেন কে?

Advertisement

এসব চিন্তা থেকেই আগের রাতে বাঁ-হাতি সানজামুল আর লেগ স্পিনার তানবীর হায়দারকে ডাকা হয় দলে। এরপর আজ আবার আবদুর রাজ্জাককে দলভুক্ত করা হয়। রাজ্জাকের দলভুক্তি প্রশ্ন জাগিয়েছে, ‘এত স্পিনারকে কোথায় খেলানো হবে? সাকিব নেই তাতে কী! সানজামুল, তানভির হায়দার আর রাজ্জাকের সঙ্গে তাইজুল, মিরাজ ও নাঈম হাসানও তো রয়েছেন! তাহলে ১৬ জনের মধ্যে ৬জন স্পিনার। বিষয়টা একটু জটিল মনে হচ্ছে না! তাহলে স্পিনার খেলবেন কয়জন? চট্টগ্রামের উইকেট সাধারণত, ব্যাটিং সহায়ক হয়। সেখানে দলে এত স্পিনার অন্তর্ভূক্তির কারণ কী?’

এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্ত-সমর্থকদের মনে। এ সম্পর্কে প্রধান নির্বাচক এবং টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি। তবে তাদের কথায় ফুটে উঠেছে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে স্পিন সহায়ক উইকেটে।

যদিও প্রতিপক্ষ শ্রীলঙ্কায় আছেন রঙ্গনা হেরাথের মত ভয়ঙ্কর বাঁ-হাতি স্পিনার। তারপরও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনেক ভেবে-চিন্তে স্পিন সহায়ক উইকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছে। সুজন ও নান্নুর কথায় মোটামুটি পরিস্কার, জহুর আহমেদের উইকেট হবে স্পিন ফ্রেন্ডলি।

Advertisement

সাকিব নেই, তারপরও কেন স্পিন উপযোগি উইকেট করার চিন্তা? এর জবাবে বেরিয়ে এসেছে, ‘ব্যাটিং সহায়ক উইকেট হতে পারে আরও বিপদের কারণ। লঙ্কান ব্যাটিং লাইনআপে অন্তত তিন-চারজন ব্যাটসম্যান আছেন, যারা লম্বা ইনিংস খেলতে পারেন। তারা আগে ব্যাট করার সুযোগ পেলে হয়তো চান্দিমাল বাহিনী একটা বড়-সড় স্কোর গড়ে ফেলতে পারে। সেই স্কোরের চাপে নুয়ে পড়তে পারে স্বাগতিকদের ব্যাটিং। তাই, স্পিন সহায়ক উইকেটে খেলার চিন্তা এবং এ কারণেই অভিজ্ঞ স্পিনার রাজ্জাককে ১৬ জনের দলে ডেকে নেয়া হয়েছে।’

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রাজ্জাক প্রথম টেস্ট খেলবেন। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘টেস্ট শুরু হতে এখনও দু-তিনদিন সময় বাকি। এরই মধ্যে নেটে আমরা রাজ্জাককে পরখ করে দেখবো। এরপর সিদ্ধান্ত নেবো, তাকে খেলানো হবে কি না। কোনো কিছুই এখনও নিশ্চিত নয়।’

এআরবি/আইএইচএস/আরআইপি

Advertisement