দেশজুড়ে

ছিন্নমূল শিশুদের ঈদ

এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদ-উল-ফিতর। এ  উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী আবাসনের বসবাসরত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ উৎসবের আয়োজন করেন কাউখালী উপজেলার সাদামনের মানুষ হিসেবে সর্বাধিক পরিচিত বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাৎসাহী সমাজসেবক আব্দুল লতিফ খসরু। ঈদ ওদের জীবনের গল্প, বাস্তবে নয়। এসব ছিন্নমূল শিশু, প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের সাথে মিলেমিশে সেমাই আর মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। এসব শিশুদের একটু আনন্দ দেওয়ার জন্য সাথে করে নিয়ে যান একটি ফুটবল। আর ছিন্নমূল শিশু ও প্রতিবন্ধীদের মধ্যে সৌজন্যমূলক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আর সেই খেলা পরিচালনা করলেন উদ্যোক্ত নিজেই। খেলা শেষে অংশগ্রহণকারী সকল শিশুকে পুরষ্কার দেওয়া হয়। এই খবর শুনে পাশের গ্রামের লোকজন ছুটে এসে যোগ দেয় এই ঈদ উৎসবে। এসময় শিশুদের চোখেমুখে ছিল খুশির ঝিলিক ও আনন্দের বন্যা। শিশুরা নেচে গেয়ে হই হুল্লোড় করে দিনটি উদযাপন করে। উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, যখন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই এই শিশুদের একটু আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত ও গর্বিত। শিশুরা ওদের মাঝে আমাকে পেয়ে খুবই খুশি।এই উৎসবে অংশ নেওয়া প্রতিবন্ধী জাহিদের বাবা মো. কালু মিয়া বলেন, এভাবে নিজের আপনজনকে ছেড়ে আমাদের শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কেউ কোনো দিন আমাদের মাঝে আসেনি। আজ এই দিনে খসরু ভাই আমাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এসেছেন। এজন্য আমরা খুশি ও আনন্দিত। ছিন্নমূল শিশু শান্তার মা আমেনা বলেন, খসরু চাচা তার নিজের পরিবারকে সময় না দিয়ে আমাদের শিশুদের কথা মনে করে এই নিভৃত চরে শিশুদের আনন্দ দেওয়ার জন্য এসেছেন। এর চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে!  হাসান মামুন/এসএস/এমএস

Advertisement