সাংবাদিককে মারধরের মামলায় দেড় মাস হাজতবাসের পর ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র ও পাবনার ঈশ্বরদীর যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল জামিনে মুক্তি পেয়েছেন।
Advertisement
রোববার দুপুরে জামিন শুনানি শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরুজ্জামান তাকে জামিন দেন। তমালের আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৯ নভেম্বর সাংবাদিক মারধরের ঘটনার অভিযোগে ডিবিসি নিউজের সাংবাদিক পার্থ হাসান বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন।
তমাল গত ১৩ ডিসেম্বর পাবনার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
Advertisement
এরপর পাঁচবার নিম্ন আদালতে তমালের জামিনের আবেদন নামঞ্জুর হয়। রোববার পাবনার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে জামিন মঞ্জুর করেন আদালত।
আলাউদ্দিন আহমেদ/এএম/জেআইএম