জাতীয়

ভারতে পাচারের সময় ২০ মণ ইলিশ আটক

সাতক্ষীরার দেবহাটায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় প্রায় ২০ মণ ইলিশ জব্দ করেছেন। উপজেলার চৌবাড়িয়া ও খেজুরবাড়িয়া থেকে মাছগুলো উদ্ধার করা হয়।এ ঘটনায় বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি। উদ্ধার হওয়া ইলিশের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।সাতক্ষীরা ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবির আহমেদ জানান, সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ইলিশ মাছের দুটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির হাবিলদার আসাদুজ্জামান ও ভাতশালা বিওপির নায়েব সুবেদার নুরুল আমিনের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা দেবহাটা উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালান। এ সময় উপজেলার চৌবাড়িয়া ও খেজুরবাড়িয়া থেকে ৭৭০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

Advertisement