বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। মডেল হিসেবে তার চাহিদা ও জনপ্রিয়তা দুটোই রয়েছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ‘নাবিলা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন। আগামী এক বছর প্রতিষ্ঠানটির হয়ে প্রচারণায় অংশ নেবন শিশির।
Advertisement
গত শুক্রবার রাজধানীর গুলশান এভিনিউতে শিশিরের হাত ধরে যাত্রা শুরু করে ‘নাবিলা বুটিকস লিমিটেড’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর। সেখানে তার সঙ্গে ছিলেন স্বামী সাকিব আল হাসানও।
সেই সাথে আরো উদ্বোধন করা হয় বাংলাদেশি ঐতিহ্যের ধারক জামদানি, রাজশাহী সিল্ক ও মসলিন দিয়ে বিশেষ ডিজাইনার কালেকশন ‘শামীমা নবী হেরিটেজ কালেকশন’। আর এই আয়োজনে শিশিরকে আগামী এক বছরের জন্য ‘নাবিলা’র ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেননাবিলা’র সিইও ও হেড ডিজাইনার শামীমা নবী, ক্রিয়েটিভ ডিরেক্টর ও ডিজাইনার নাবিলা নবী, আমন্ত্রিত অতিথি ও বিশেষ ক্রেতাবৃন্দ।ৎ
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘নাবিলা হেরিটেজ কালেকশন নামে দেশীয় ঐতিহ্যবাহী কাপড় দিয়ে আন্তর্জাতিক মানের পোশাক তৈরির যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’
ব্র্যান্ড অ্যাম্বেসেডর উম্মে আহমেদ শিশির বলেন, ‘দেশি ফ্যাশন হাউজগুলোর মধ্যে বরাবরই নাবিলার পোশাকে আন্তর্জাতিক মানের ছাপ রয়েছে। তবে হেরিটেজ কালেকশনে তৈরি বিশেষ পোশাকগুলো একই সাথে আন্তর্জাতিক মানের এবং রুচিশীল। ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে বাংলাদেশি পোশাককে দেশি ও আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করার চেষ্টা করব।’
এলএ/পিআর
Advertisement