দেশজুড়ে

পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারীদের সরানোর নির্দেশ

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারীদের সরানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। রোববার বেলা ১১টায় তিনি লালখান বাজার পোড়া কলোনি এলাকায় পাহাড়ের নিচে দেওয়াল ধসে তিনজন নিহতের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন। এসময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।মন্ত্রী তাৎক্ষণিকভাবে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন।  এছাড়া হতাহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে চাল-ডাল দেয়ারও  ঘোষণা দেন। লালখান বাজার পোড়া কলোনি এলাকায় পাহাড়ের নিচে যেসব মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের দ্রুত সরিয়ে নেবার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন মন্ত্রী।  একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ের নিচ থেকে বসবাসকারীদের সরিয়ে নেয়ার জন্য ব্যবস্থা নিতে বলেন।মন্ত্রীর একান্ত সচিব নিয়াজ মোরশেদ নিরু বলেন, মন্ত্রী মহোদয় দ্রুততার সাথে পাহাড়ের নিচ থেকে বসবাসকারীদের সরাতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়া নগদ টাকা, চাল-ডাল দেয়ার ঘোষণা দিয়েছেন।লালখান বাজারের পর মন্ত্রী আমিন কলোনিতে পাহাড় ধসের ঘটনাস্থল পরিদর্শনে যান।লালখান বাজার পোড়া কলোনিসহ আশপাশের এলাকায় পাহাড়ের নিচে বসবাস করে এমন পরিবারের সংখ্যা জেলা প্রশাসনের হিসেবে ৬০০।  এদের মধ্যে দু’শ পরিবারকে জুন মাসে বর্ষণের সময় সরিয়ে নেয়া হয়। বাকি আরো চার’শ পরিবারকে স্থানীয় শহীদনগর স্কুলে সরিয়ে নেয়ার জন্য জেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এসএস/এমএস

Advertisement