দেশজুড়ে

বিএনপি-জামায়াতের নাশকতা মোকাবেলায় জনগণই যথেষ্ট

বিএনপি-জামায়াতের নাশকতা পরিকল্পনা মোকাবেলায় সরকারের প্রয়োজন হবে না, জনগণই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisement

রোববার দুপুর একটার দিকে নারায়ণগঞ্জের সৈয়দপুর কয়লাঘাট-বন্দর মদনগঞ্জ শীতলক্ষা ৩য় সেতুর নির্মাণে পাইলিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলার রায় হবে। সেই রায়ে কী হবে সেটা আদালত জানেন। রায় দেয়ার আগেই দেশের মধ্যে অরাজগতা সৃষ্টি করতে বিএনপি তথা মীর্জা ফখরুল আদালতকে হুমকি দিচ্ছেন। তারা আদালতের অবমাননা করছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর ও গোগনগর এলাকার ব্রিজের উদ্ধোধন ঘোষণা করেন তিনি।

Advertisement

মন্ত্রী বলেন, আমরা কাজ করতে চাই। কাজের চেয়ে প্রচার বেশি করতে চাই না। কাজ করলে মানুষ দেখবে এবং কাজ দেখেই মানুষ বলবে শেখ হাসিনার সরকার কাজ করেছে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসসান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জেবিন বিনতে শেখসহ আওয়ামী লীগের নেতারা।

শাহাদাৎ হোসেন/এফএ/আইআই

Advertisement