অর্থনীতি

নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে

২০১৮ সাল নির্বাচনী বছর হওয়ায় কালো টাকার ছড়াছড়ি হবে উল্লেখ করে ব্যাংকগুলোকে ঋণ বিতরণে সাবধান হতে বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

Advertisement

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে। তাই ব্যাংগুলোকে ঋণ বিতরণে সাবধান হতে হবে। বর্তমানে ঋণ আমানতের এডিআর রেশিও বেশি রয়েছে। তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, জাতীয় বাজেট থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মূলধন ঘটতি মেটাতে অর্থ দিয়ে থাকে। এ নিয়ে অনেকে সমালোচনা করেন। তারপরও আমাদের অর্থ দিতে হবে। কারণ, একটি ব্যাংকে সমস্যা হলে পুরো ব্যাংকিং খাতে সমস্যা সৃষ্টি হয়।

রূপালি ব্যাংকের যে মূলধনের সমস্যা রয়েছে তা পূরণ করা হবে। এছাড়া আগামী বাজেটে তা দেয়া হবে বলেও ব্যাংক কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী

Advertisement

এর আগে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান ব্যাংকের মূলধন সমস্যা সমাধানে সরকারের কাছে ৬০০ থেকে ৭০০ কোটি টাকা মূলধন চান। বর্তমানে ব্যাংকে ৩৪৬ কোটি টাকা মূলধন রয়েছে বলে জানান তিনি।

ব্যবসায়িক এ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, রূপলী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।

এসআই/আরএস/আইআই

Advertisement