জাতীয়

সাইনবোর্ড-বিলবোর্ড বাংলায় না লিখলে ব্যবস্থা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকার যেসব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা অবিলম্বে স্ব-উদ্যোগে অপসারণ করে সাতদিনের মধ্যে বাংলায় লিখে প্রতিস্থাপন করতে বলা হয়েছে।

Advertisement

ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে তিনি বলেন, এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জাতীয় দৈনিক এবং ডিএনসিসির ফেইসবুক পেইজে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষায় লেখা হয়েছে।

এ অবস্থায় ডিএনসিসির এলাকার যাবতীয় প্রতিষ্ঠান মালিকদের উদ্দেশে এ তথ্য জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Advertisement

এএস/আরএস/এমএস