দেশজুড়ে

‘আজন্ম যোদ্ধা’ খেতাব পেলেন ১৯ আওয়ামী লীগ নেতা

১৯ জন নেতাকে ‘আজন্ম যোদ্ধা’ খেতাব দিয়েছে রাজশাহী আওয়ামী লীগ। শনিবার রাজশাহীতে আওয়ামী পরিবারের মিলন মেলায় এ খেতাব দেয়া হয়েছে।

Advertisement

দিনভর রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এ আয়োজন করা হয়। এতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের প্রায় তিন হাজার নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা।

সংবর্ধনা পাওয়া নেতারা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লুৎফর রহমান, বদিউজ্জামান, সহ-সভাপতি জিনাতুন নেসা তালুকদার, বদরুজ্জামান রবু মিয়া, আবদুস সামাদ, আবদুস সোবহান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আ অ ম নুরুল আলম, জাতীয় কমিটির সদস্য একেএম আতাউর রহমান খান, মাহবুব জামান ভুলু, শাহজাহান শামীম।

গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বারী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরী, সদস্য মোজাফফর হোসেন, প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, রেজাউল ইসলাম সেন্টু, নাজিমুদ্দিন সরকার, আবদুস সাত্তার সরকার ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেসের আলী।

Advertisement

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ আনুষ্ঠানিকভাবে নেতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন-রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, গোদাগাড়ী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

টানা আটবারের মত রাজশাহীতে অনুষ্ঠিত হলো আওয়ামী পরিবারের মিলন মেলা। এর আগে ২০১০ সালে দেশে প্রথম এমন আয়োজন করা হয় রাজশাহীতেই। শুরু থেকেই এ আয়োজনের সঙ্গে রয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। 

ফেরদৌস সিদ্দিকী/জেএইচ

Advertisement