ত্রিদেশীয় সিরিজ শেষ, এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সাকিব আল হাসান চোটে পড়ায় সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Advertisement
দুই ম্যাচের এ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে শুরুতে ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই দলে যুক্ত হলেন আরও দু'জন-বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম আর লেগস্পিনার তানবীর হায়দার। সবমিলিয়ে দল এখন ১৬ জনের।
আগের ঘোষিত দলে নতুন মুখ হিসেবে আছেন অনূর্ধ্ব-১৯ দলের অফস্পিনার নাঈম হাসান। ১৭ বছর বয়সী এই ডানহাতি স্পিনার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে আছেন।
আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে শুরু হবে ফেব্রুয়ারি ৮।
Advertisement
প্রথম টেস্টের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম এবং তানবীর হায়দার।
এমএমআর/আরআইপি