তথ্যপ্রযুক্তি

রায় বাস্তবায়নের দাবি গ্রামীণফোন কর্মীদের

আদালতের রায় বাস্তবায়ন করে গ্রামীণফোনের কর্মীদের অবিলম্বে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের দাবি জানিয়েছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাফিকুর রহমান মাসুদ।

Advertisement

এ সময় বক্তব্য রাখেন সুজারল্যান্ডভিত্তিক শ্রমবিষয়ক সংগঠন ইউনিয়ন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিয়াজো কাউন্সিল-ইউএনআইবিএলসি এর সমন্বয়ক একে এম মোস্তফা কামাল, মো. আসিফ ইকবাল, বিএম জাহিদুর রহমান, মো. রফিকুল কবির, ইমরুল কায়েস প্রমুখ। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাফিকুর রহমান মাসুদ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালত গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নিবন্ধনের আদেশ দিয়েছেন। আদালতের রায়ের কপি আমরা শ্রম অধিদফতরে জমা দিয়েছি কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না। এভাবে চলতে থাকলে আমরা প্রধানমন্ত্রীর দুয়ারে যাবো।

তিনি বলেন, শ্রমিকবান্ধব এ সরকারের আমলে শ্রমিকের পক্ষে দেয়া আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনে গড়িমসি মেনে নেয়া যায় না। তারা আশঙ্কা প্রকাশ করেন, সরকারের ভেতরে থাকা সরকার বিরোধীদের উস্কানীতে এমনটি হচ্ছে। তারা অনতিবিলম্বে রায় বাস্তবায়নে সরকারের উচ্চ মহলের সহায়তা কামনা করেন। জিপিইইউ এর রেজিস্ট্রেশনে কোনো বাধা দেয়া হলে কিংবা কালক্ষেপন করা হলে কঠিন কর্মসূচি দেয়া হবে বলে তারা ঘোষণা করেন।

ইউএনআইবিএলসি এর সমন্বয়ক একে এম মোস্তফা কামাল বলেন, আমরা যৌক্তিক কারণে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের দাবি পূরণের আহ্বান জানাচ্ছি। বিশ্বের প্রতিটি শ্রমিকের মতো গ্রামীণফোনের কর্মীদেরও ইউনিয়ন করার অধিকার আছে। তাদের বৈধ দাবি পূরণ হওয়া উচিৎ।

Advertisement

সংবাদ সম্মেলন শেষে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন

আরএম/এমআরএম/আরআইপি