খেলাধুলা

সবুজের নাটকীয় গোলে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী

ফুটবল নাটকীয় কিছু উপহারের পসরা সাজিয়ে রাখে বলেই খেলাটি এতো উত্তেজনা, উপভোগ্য আর অনিশ্চয়তার। শুক্রবার স্বাধীনতা কাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ তেমনই একটা নাটকীয়তা উপহার দিলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

Advertisement

সে নাটকীয়তায় এক মিনিটে বদলে গেলো চট্টগ্রাম আবাহনী আর আরামবাগের ভাগ্যরেখা। গ্রুপ পর্ব থেকে বিদায়ের প্রহর গুনতে থাকা চ্যাম্পিয়নরা উঠে গেলো কোয়ার্টার ফাইনালে। স্তব্দ হয়ে যায় জয়োল্লাসের প্রস্তুতি নেয়া আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন।

দুই দলই আগের ম্যাচ ড্র করেছে। চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, একই দলের বিরুদ্ধে আরামবাগের ড্র ছিল গোলশূণ্য। হারলেই বিদায়-এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে হারটাই দেখতে যাচ্ছিল গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী।

৫১ মিনিটে গোল করা আরামবাগ বাড়িয়ে দেয়া চার মিনিটের দ্বিতীয় মিনিট পর্যন্ত এগিয়েছিল। চ্যাম্পিয়নদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ তখন শুরু আরামবাগ শিবিরে। ঠিক তখনই নাটকীয়ভাবে গোল করে চট্টগ্রাম আবাহনীকে কোয়ার্টার ফাইনালে তোলেন তৌহিদুল আলম সবুজ। ৭৮ মিনিটে চ্যম্রিন রাখাইনের বদলি হিসেবে মাঠে নামা সবুজ করেন দর্শনীয় গোল।

Advertisement

৫১ মিনিটে আরামবাগকে এগিয়ে দিয়েছিলেন জুয়েল। হাবিবুর রহমান সোহাগের বাড়ানো বল ধরে মো. জুয়েল প্লেসিংয়ে গোল করেন। মনে হয়েছিল ওই এক গোলেই শেষ হতে যাচ্ছে ম্যাচ। কিন্তু ইনজুরি সময়ে কৌশিকের ক্রসের বল জাফর ইকবালের মাথা হয়ে সবুজের সামনে গেলে ভলিতে গোল করেন প্রিমিয়ার লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ এ গোলদাতা।

আরআই/এমএমআর/আইআই