আন্তর্জাতিক

মুলারকে বরখাস্তের চেষ্টা : অস্বীকার ট্রাম্পের

গত বছরের মার্কিন নির্বাচনের সময় রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্তের জন্য বিশেষ দলের প্রধান রবার্ট মুলারকে বরখাস্তের বিষয় অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন তিনি। খবর বিবিসি।

Advertisement

ট্রাম্প যখন মুলারকে বরখাস্ত করতে চেয়েছিলেন তখনই হোয়াইট হাউসে তার নিজের আইনজীবী পদত্যাগের হুমকি দিলে তিনি ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের উপদেষ্টা ডোনাল্ড ম্যাকগানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মুলারকে বরখাস্তের সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্সির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার কোনো যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখতে যে তদন্ত দল গঠন করা হয়েছিল তার নেতৃত্ব দিচ্ছেন মুলার। তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ট্রাম্প এবং মস্কো।

Advertisement

টিটিএন/পিআর