দেশের চেয়ে যেন টাকাটাই বড়। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে ব্যর্থ হলে বিশ্ব মঞ্চে উঠা হবে না ওয়েস্ট ইন্ডিজের। যে লড়াইটা দেশের সম্মানের। সেই দায়িত্ব উপেক্ষা করে টাকার আসর পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন সুনিল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড আর ড্যারেন ব্রাভোর মতো তারকা খেলোয়াড়রা।
Advertisement
২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাংকিংয়ের শীর্ষে থাকা আট দল। বাকিদের পার হয়ে আসতে হবে বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ সেরা আটের বাইরে থাকায় তাদের বাছাইপর্বে খেলতে হবে। আগামী ৪ মার্চ থেকে ২৫ ফেব্রুয়ারি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো।
বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের নেতৃত্বে যে দলে নেই বড় বড় অনেক নাম। পিএসএলে খেলার জন্য দেশের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ব্রাভো-পোলার্ডরা। তবে হোল্ডারের দলে ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসের মতো দুই সিনিয়র সদস্য আছেন।
ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক) জেসন মোহাম্মদ, দেবেন্দ্র বিশু, কার্লোস ব্রেথওয়েট, শেলডন কোট্রেল, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, এভিন লুইস, নিকিতা মিলার, অ্যাশলে নার্স, রভম্যান পাওয়েল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস এবং কেসরিক উইলিয়ামস।
Advertisement
এমএমআর/আইআই