খেলাধুলা

শেষ টি-টোয়েন্টিতে কিউই দলে টেলর

নিউজিল্যান্ড সফরে অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ১-১ সমতায় ফিরেছে সরফরাজ আহমেদের দল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই এখন পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য কিউইরা দলে ফিরিয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরকে।

Advertisement

টেলরের সঙ্গে শেষ টি-টোয়েন্টির দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল। তারা ঢুকছেন কলিন মুনরো আর গ্লেন ফিলিপসের জায়গায়। মুনরো ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। আর ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ফোর্ড ট্রফির জন্য কিউইরা ছেড়ে দিয়েছে ফিলিপসকে।

নিউজিল্যান্ড দলের প্রধান নির্বাচক গাভিন লারসেন জানিয়েছেন, মুনরোর চোটটা খুব গুরুতর নয়। তবে সামনের ব্যস্ত সূচির কথা চিন্তা করে কোনো ধরণের ঝুঁকি নিতে রাজি নন তারা।

মুনরো দুর্দান্ত ফর্মে আছেন। তবে ফিলিপস বাদ পড়েছেন ব্যর্থতার কারণেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির ইনিংসে ৩ এবং ৫ রান করেছেন এই ব্যাটসম্যান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টিতে সর্বসাকুল্যে ৭৩ রান করেন তিনি। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন জানিয়েছেন, তারা চাইছেন-এই মুহূর্তে যেন ঘরোয়া লিগে খেলেন ফিলিপস।

Advertisement

আগামী ২৮ জানুয়ারি মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এমএমআর/পিআর