সৌন্দর্য বৃদ্ধির জন্য নিষিদ্ধ ওষুধ ব্যবহার করার অভিযোগে সৌদি আররে উটের একটি সুন্দরী প্রতিযোগিতা থেকে ১২টি উটকে বাদ দেয়া হয়েছে।
Advertisement
কিং আব্দুলআজিজ ক্যামেল ফেস্টিভেলে হাজারো উট তাদের সুন্দর ঠোঁট ও সুঠাম কুঁজ প্রদর্শন করে। কিন্তু উটগুলোর মালিকদের কয়েকজনের প্রতারণা ধরে ফেলেন বিচারকরা।
এই উৎসবে উটের দৌড় প্রতিযোগিতা ও উঠের দুধের স্বাদও পরীক্ষা করা হয়। এ উৎসবে বিজয়ীর জন্য রয়েছে ৫.৭ কোটি মার্কিন ডলার পুরস্কার।
দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ওই উটেদের নাক, মুখ ও ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিষিদ্ধ ওষুধ দেয়া হয়েছিল।
Advertisement
আলী আল মাজুরি নামে একনজন প্রজননবিদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে উটগুলোর মাথা একটু বড় লাগে দেখতে। তখন কেউ উটগুলো দেখে বলবে, ওহ, উটটার মাথা কত বড়। ওর ঠোঁটটাও বেশ বড়,কুঁজটাও বড়।
২০০০ সালে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সূত্র : বিবিসি।
এনএফ/এমএস
Advertisement