পাকিস্তান-ভারত সীমান্তে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে কাশ্মীরের পুঁছ ও নৌসেরা অঞ্চলে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সকালে রাজৌরির নোসেরা সেক্টর সংলগ্ন সীমান্তে ঈদ উপলক্ষে বিএসএফ পাক সেনাদের মিষ্টি উপহার দেয়। পরে তা ফেরত দেয় পাক সেনারা। আর এর পরপরই শুরু হয় গুলিবিনিময়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ গুলিবিনিময় চলে টানা ৪৫ মিনিট। জানা যায়, সকালে যখন গোটা দেশ ঈদের আনন্দে মেতে ওঠে। ঠিক সেই সময়ই রাজৌরির নোসেরা সেক্টর সংলগ্ন সীমান্তে গুলি চালাতে শুরু করেছে পাক সেনা। ভারতীয় চৌকি লক্ষ্য করে পাকিস্তান তরফে প্রায় ১৮০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ৫৬ ঘণ্টায় এ নিয়ে পাঁচবার যুদ্ধবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান।এআরএ/পিআর
Advertisement