`জলসা` কিংবা `মন্নত` এর সামনে এসে যখন তাঁরা হাত নাড়ান তখন প্রতিষ্ঠার আলো ছলকে পড়ে তাঁদের প্রতি পদক্ষেপে৷ হ্যাঁ অমিতাভ বচ্চন, শাহরুখ খানের কথাই হচ্ছে৷ আজ তাঁদের প্রতিষ্ঠা আকাশ ছোঁয়া৷ অর্থের নিরিখেও তাঁরা ছাপিয়ে গিয়েছেন বহু শিল্পপতিকেও৷ শুধু তারা দুই জনই নন, আছেন আরো অনেক সেলিব্রেটি৷ কিন্তু কেমন ছিল তাঁদের কর্মজীবনের প্রথম দিনগুলো ? অনেকেই তো শুরু থেকে অভিনয়ে ছিলেন না৷ যোগ দিয়েছিলেন অন্য কোনো পেশায়৷ আজ অর্থের প্রাচুর্যের মধ্যেও বসে, তাঁরা ভুলে যাননি জীবনের প্রথম বেতনের অঙ্কটি৷বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন চাকরি করতেন বার্ড অ্যান্ড কোং নামে একটি শিপিং ফার্মে৷ তাঁর প্রথম বেতনের অঙ্ক ছিল মোটে ৫০০ টাকা৷`শাহেনশাহ`র থেকেও কম টাকায় জীবন শুরু করেছিলেন বলিউড `বাদশা`৷ তাঁর জীবনের প্রথম কাজ একটি থিয়েটারে টিকিট বিক্রেতার৷ আর `বাদশা`র জীবনের প্রথম উপার্জন ছিল মাত্র ৫০ টাকা৷জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ইরফান খান কেরিয়ার শুরু করেছিলেন প্রাইভেট টিউটর হিসেবে৷ প্রতি ছাত্রের কাছ থেকে ২৫ টাকা করে পেতেন৷ অক্ষয়কুমার যে পেশায় শেফ ছিলেন এ কথা অনেকেই জানেন৷ রণদীপ হুডাও কিন্তু অস্ট্রেলিয়ায় ট্যাক্সি চালাতেন৷ এমনকি একটি চাইনিজ হোটেলে টেবিল ধোয়া-মোছার কাজও করেছেন৷ তখন তাঁর রোজগার ছিল মোটামুটি ঘণ্টায় ৮ ডলার৷বলিউডের ধরমসাব কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা হিসেবেই৷ সেই ষাটের দশকে তাঁর প্রথম উপার্জন চিল ৫০ টাকা৷ হৃতিক রোশনের কথা যদি ধরা হয়, তবে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল আটের দশকে, `আশা` ছবিতে শিশু অভিনেতা হিসেবে৷ হৃতিক পেয়েছিলেন ১০০ টাকা৷সোনম কাপুর কেরিয়ার শুরু করেন সহকারী পরিচালক হিসেবে৷ তখন ৩০০০ টাকা বেতন পেতেন তিনি৷ ছাত্রাবস্থায় কালকি কোয়েচলিনও লন্ডনে টেবিল ধোয়ামোছার কাজ করতেন৷ দেশের এই অন্যতম সেরা অভিনেত্রীর রোজগার ছিল মোটে ৪০ পাউন্ড৷এআরএ/পিআর
Advertisement