খেলাধুলা

১০ উইকেটে ১২তম হার, শ্রীলঙ্কার কাছেই তিনবার

উড়তে উড়তে একেবারেই মাটিতে আছড়ে পড়লো যেন বাংলাদেশ। শ্রীলঙ্কাকে আগের ম্যাচেই ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ২১৭ রানের লক্ষ্য দিয়েও জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে, অন্তত নিজেদের মাঠে তারা কতটা শক্তিশালী।

Advertisement

কিন্তু চলতি ত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে এসে শ্রীলঙ্কার সামনে নিজেরাই মুখ থুবড়ে পড়লো টিম বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতা বাংলাদেশকে লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারলো না। মাত্র ৮২ রানে অলআউট। আগের তিন ম্যাচের নিয়মিত পারফরমার তামিম ইকবাল আর সাকিব আল হাসান এই ম্যাচে কিছুই করতে পারলেন না। অন্যরাও দায়িত্বটা কাঁধে তুলে নিতে ব্যর্থ। ফল যা হওয়ার তাই হলো।

জয়ের জন্য মামুলি লক্ষ্য। এই লক্ষ্য পাড়ি দিতে লঙ্কানদের খুব বেশি ঘাম ঝরাতে হবে না, তা ছিল জানা কথা। তবুও গত তিন ম্যাচে যেভাবে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছিলেন, তাতে দু’একটি উইকেট তো লঙ্কানদের ফেলাই যেতো!

কিন্তু বল হাতেও আজ যারপরনাই ব্যার্থ। মাশরাফি, সাকিব, মোস্তাফিজ, আবুল হাসান রাজু কিংবা নাসির হোসেন- কেউ ছিড় ধরাতে পারলেন না লঙ্কানদের ওপেনিং জুটিতে। দানুশকা গুনাথিলাকা এবং অভিজ্ঞ উপুল থারাঙ্গা মিলে কোনো আঁছড় পড়তে দেননি লঙ্কানদের ব্যাটিং লাইনআপে। সুতরাং, বাংলাদেশের পরাজয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

Advertisement

এ নিয়ে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে মোট ১২বার ১০ উইকেটের ব্যবধানে পরাজিত হলো। এর মধ্যে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটে হারলো মোট তিনবার। সবচেয়ে বাজে বিষয় হলো, মিরপুরে এর আগে ৫৮ রানেও অলআউট হয়েছিল বাংলাদেশ; কিন্তু ঘরের মাঠে একবারও ১০ উইকেটের লজ্জায় পড়তে হয়নি। এর আগে যে ১১বার ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ, প্রতিবারেই বিদেশের মাটিতে। এবারই প্রথম ঘরের মাঠে হারলো ১০ উইকেটের ব্যবধানে।

তিনবার আরও একটি দলের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। সে দলটি হলো দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে কিম্বার্লিতেও ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। সবচেয়ে মজার বিষয় হলো, গত বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে বাংলাদেশ হারার পর, ওয়ানডে ক্রিকেটে আর কোনো দল এখনও ১০ উইকেটে হারেনি। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে টানা দ্বিতীয়বার ১০ উইকেটে হারলো বাংলাদেশ।

২০০২ সালে বেনোনিতে প্রথম দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হারের লজ্জায় ডুবেছিল টাইগাররা। ২০০৩ বিশ্বকাপে পিটারমার্টিজবার্গের সিটি স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটে হেরেছিল টাইগাররা। একই বিশ্বকাপে ব্লুমফন্টেইনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা আবারও ১০ উইকেটে হারায় বাংলাদেশকে। ২০০৪ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে কলম্বোয় ১০ উইকেটে হারে টিম বাংলাদেশ।

২০০৫ সালে ইংল্যান্ডের কাছে দ্য ওভালে একই ব্যবধানে পরাজয়ের স্বাদ। ২০০৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়া, ২০০৬ সালেই জয়পুরে ওয়েস্ট ইন্ডিজ, ২০০৭ সালে নর্থসাউন্ডে আবারও অস্ট্রেলিয়া, একই বছর শেষ দিকে কুইন্সটাউনে স্বাগতিক নিউজিল্যান্ড, ২০০৮ সালে করাচিতে স্বাগতিক পাকিস্তান এবং ২০১৭ সালের নভেম্বরে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের স্বাদ নেয় বাংলাদেশ। সর্বশেষ এই স্বাদ দিল আবার শ্রীলঙ্কা।

Advertisement

আইএইচএস/এমএমআর/জেআইএম