গ্রুপ পর্বে পাকিস্তান-শ্রীলঙ্কার মত পরাশক্তিকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করে নেওয়া আফগানিস্তান চমক চলছেই। যুব ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ স্বাগতিক নিউজিল্যান্ডকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের সেমিফাইনালে নাম লিখিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।
Advertisement
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার রহমতউল্লাহ ও ইব্রাহিম। দুইজনে মিলে গড়েন ১১৭ রানের জুটি। সাজঘরে ফেরার আগে রহমতউল্লাহ (৬৯) ও ইব্রাহিম (৬৮) রান করেন। এরপর একরাম আলী ৪ ও ডারিশ রাসুলি ৩ রান করে ফিরলেও একপ্রান্ত ধরে রেখে হাফসেঞ্চুরি তুলে নেন বাহির শাহ।
শেষ দিকে আমাতুল্লাহ মাত্র ২৩ বলে সাত ৬ ও তিন ৪ এ ৬৬ রান করলে ৩০৯ রানের সংগ্রহ পায় দলটি। বাহির শাহ ৬৭ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে মুজিব ও কায়েসের বোলিং তোপে স্বাগতিক নিউজিল্যান্ড ১০৭ রানেই গুটিয়ে যায়। মুজিব ও কায়েস দুজনেই নেন চারটি করে উইকেট।
Advertisement
এমআর/আরআইপি