বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের অন্যতম নারী নেত্রী বিশিষ্ট রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহকর্মী ও সাবেক সংসদ সদস্য মিসেস সুদীপ্তা দেওয়ান (৭২) আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকালে রাঙামাটি শহরের তবলছড়ির নিজ বাস ভবনে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। রোববার দুপুরে আসামবস্তীর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।মৃত্যুকালে তিনি স্বামী, তিন মেয়ে এবং দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মিসেস সুদীপ্তা দেওয়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাঙামাটিসহ পার্বত্য জনপদে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বিশেষ শোকবার্তায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার সৎগতি ও শান্তি কামনা করেছেন বিভিন্ন মহল।সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমএস
Advertisement