দেশজুড়ে

যথাযোগ্য মর্যাদায় খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় সারা দেশের মত পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।মহানগরী খুলনায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮ টায়। এ বিশাল জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ।ঈদের জামাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, কেসিসি’র মেয়র মো. মনিরুজ্জামান মনি, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করেন।  নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসুল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, জেলখানা, শিশু সদন, ভবঘুরে কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। এছাড়া    বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।আলমগীর হান্নান/এসএস/এমএস

Advertisement