মন্ত্রিসভায় রদবদলে বিরূপ কথা বলার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংসদীয় গণতন্ত্রে, মন্ত্রিসভায় রদবদল প্রধানমন্ত্রীর এখতিয়ার। মাঝে মধ্যে রদবদল করা হলে, কাজে গতিশীলতা আসে।শনিবার গণভবনে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় সাংবাদিকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দফতর বদল প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, রদ বদলে মিডিয়া লেখার সুযোগ পেয়েছে। এটাতো ভালো।ঈদের পর বিএনপি-জামায়াত আবার আন্দোলনে আসতে পারে এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত ৯৩ দিন হরতাল অবরোধ দিয়েছিলো। সর্বশক্তি প্রয়োগ করেছিলো। কিন্তু আমাদের কিছু করতে পারেনি। দেশের ক্ষতি করতে পারেনি। তবে ক্ষতি করেছে সাধারণ মানুষের। মানুষ পুড়িয়ে মেরে আপনজন হারা করেছে অনেককে। এটা দুঃখের।ঈদে মানুষ আগের থেকে কিছুটা কম ভোগান্তিতে গ্রামে যেতে পেরেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যানজট অনেকটা কমই ছিলো। রেল, নৌ ও সড়কপথ সচল রাখতে সরকার চেষ্টা করেছে। মলম পার্টিসহ কোনো পার্টিরই দৌরাত্ত্ব ছিলো না। তবে বিএনপি জামাত যদি গাড়ি না পোড়াতে এটি আরো সুন্দর ও স্বাভাবিক করা যেতো। তিনি আরো বলেন, মানুষ নিরাপদে ঈদের কেনাকাটা করতে পেরেছে। মধ্যরাত পর্যন্ত কেনাকাটা করে ঘরে ফিরেছে। কোন অঘটন ঘটেনি।এর আগে সকালে প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসএ/এসকেডি/এমএস
Advertisement