খেলাধুলা

আবারো নিষিদ্ধ হাফিজ

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আবারো নিষিদ্ধ হলেন পাকিস্তানের স্পিনার মোহাম্মদ হাফিজ। এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতে পারবেন না এই অলরাউন্ডার।এর আগে ২০১৪ সালের নভেম্বরে একই অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন হাফিজ। তবে পরবর্তীতে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক মাঠে ফেরেন তিনি।কিন্তু, পাকিস্তান দলের চলতি শ্রীলঙ্কা সফরের গত টেস্টে, আবারো হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন ম্যাচ অফিসিয়ালরা। আর ২ বছরের মধ্যে দ্বিতীয়বার অভিযোগ ওঠায় ১ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন এই ৩৪ বছর বয়সী স্পিনার।তবে চাইলে এ বিষয়ে আইসিসি`র কাছে আপিল করতে পারবেন তিনি। শ্রীলঙ্কা সফরে ১ম ওয়ানডেতে হাফিজের একক নৈপুণ্যেই জয় পেয়েছিলো পাকিস্তান। সে ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৪টি উইকেটও তুলে নিয়েছিলেন তিনি।পাকিস্তানের হয়ে ৪৪ টেস্টে হাফিজের উইকেট ৫২টি। আর ওয়ানডেতে হাফিজ ঝুলিতে পুরেছেন ১২৯ উইকেট।এসকেডি/এমএস

Advertisement