খেলাধুলা

১৭ ওভারে ২০ রান ভারতের

দক্ষিণ আফ্রিকা সফরটা দুঃস্বপ্নের মতোই কাটছে ভারতের। গতিময় পিচে নিজেদের অসহায়ত্ব আরও একবার প্রকাশ করে দিয়েছেন তাদের ব্যাটসম্যানরা। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছে বিরাট কোহলির দল।

Advertisement

উইকেটে থাকার যথাসাধ্য চেষ্টা করছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বল ছাড়ছেন, কিন্তু মাঝেমধ্যে দুই একটি বল লেগে ঠিকই বিপদ বাড়ছে তাদের। কচ্ছপ গতিতে এগিয়ে চলা সফরকারিরা ১৭ ওভারে তুলেছে ২০ রান।

ইনিংসের শুরুতেই ভেরনন ফিলেন্ডারের বলে উইকেটরক্ষক কুইন্টন ডিক ককের কাছে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুল (০)। এরপর ৮ রান করে কাগিসো রাবাদার বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে দিয়েছেন মুরালি বিজয়। তিনিও আউট হয়েছে ডি ককের ক্যাচ হয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ২ উইকেটে ২৭ রান তুলেছে ভারত। বিরাট কোহলি ১১ আর চেতেশ্বর পূজারা শুন্য রানে ব্যাট করছেন।

Advertisement

এমএমআর/পিআর