ভাইদের একই দলে খেলা ক্রিকেটে নতুন কোনো ঘটনা নয়। এমন উদাহরণ আছে ভূরি ভূরি। এবার সেই উদাহরণের তালিকায় ঢুকে গেলেন টম কুরান। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তার ছোট ভাই স্যাম কুরান।
Advertisement
বড় ভাই হলেও টম কুরানের বয়স কিন্তু বেশি নয়। মাত্র ২২ পেরুনো এই পেসার ইংল্যান্ড দলে খেলছেন মাস ছয়েক হলো। এরই মধ্যে ডাক পেয়ে গেছেন তার ১৯ বছর বয়সী ছোট ভাই। দু'জনই পেস বোলিং করেন। টম ডানহাতি আর স্যাম বাঁহাতি।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডকে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে জো রুট বিশ্রামে থাকায় ডাক পেয়েছেন স্যাম কুরান। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা অলরাউন্ডার বেন স্টোকসেরও।
টম কুরান তার ছোট ভাই স্যাম কুরানের সঙ্গে কাউন্টি ক্রিকেটে একই দল সারেতে খেলেন। গত বছরের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় টমের। এরপর থেকে সব ফরমেটে ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন এই পেসার। এবার আন্তর্জাতিক আঙিনাতেও দুই ভাইয়ের একই সঙ্গে মাঠ কাঁপানোর অপেক্ষা।
Advertisement
এমএমআর/জেআইএম