লিগ কাপের ফাইনালে নাম লেখালো ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্তরের ব্রিস্টল সিটির আপসেটের স্বপ্ন ভেঙ্গে দিয়ে শেষ মুহূর্তে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।
Advertisement
প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল ম্যান সিটি। সব মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে লিগ কাপের ফাইনালে উঠেছে তারা। গার্দিওলার অধীনে এই প্রথম কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি।
জমজমাট এক লড়াই হয়েছে ম্যাচে। প্রথমার্ধের শেষ দিকে লেরয় সানের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
তবে এরপরই দারুণভাবে ম্যাচে ফিরে ব্রিস্টল সিটি। ৬৪তম মিনিটে দারুণ এক হেড থেকে গোল করেন মার্লন প্যাক। এইডেন ফ্লিন্টের গোলে যোগ করা সময়ে সমতায়ও ফেরে দলটি।
Advertisement
২-২ সমতায় যখন ম্যাচ শেষ হবার অপেক্ষায়, তখনই ব্রিস্টল সিটিকে হতাশায় ডুবিয়ে দারুণ এক গোল করে বসেন কেভিড ডি ব্রুইন। ম্যান সিটির সঙ্গে নতুন করে চুক্তি করা এই ফুটবলারের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে টুর্নামেন্টের ফাইনাল।
এমএমআর/পিআর
Advertisement