খেলাধুলা

'ম্যারাডোনার চেয়ে ভালো মেসি'

আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড় কে-লিওলেন মেসি নাকি ডিয়েগো ম্যারাডোনা? বিতর্কটা যেন শেষ হবার নয়। বিশ্বকাপ জেতায় এই লড়াইয়ে ম্যারাডোনাকে এগিয়ে রাখেন অনেকে। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিও মাক্রি তার পরিষ্কার মতামত জানিয়ে দিলেন, ম্যারাডোনার চেয়ে নাকি মেসিকেই ভালো মনে হয় তার।

Advertisement

২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে কূটনীতিক সফরে রাশিয়ায় পা রেখেছেন মাক্রি। সেখানেই ফুটবল নিয়ে নানা কথা বলেন তিনি। এক পর্যায়ে মেসি-ম্যারাডোনার তুলনা টানতে গিয়ে মেসিকেই সেরা বলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

দেশের প্রেসিডেন্ট হলেও মাক্রি অবশ্য ফুটবল সম্পর্কে ভালোই ধারণা রাখেন। এর আগে তিনি ফুটবল ক্লাব বোকা জুুনিয়র্সের প্রেসিডেন্ট ছিলেন। রাশিয়ায় এক টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাতকারে মাক্রি বলেন, 'আমি নিজের অবস্থান জানিয়ে দিচ্ছি। মেসি ম্যারাডোনার থেকে ভালো।'

কিন্তু কেন তিনি মেসিকে এগিয়ে রাখছেন? আর্জেন্টাইন প্রেসিডেন্টের উত্তর, 'ধারাবাহিকতা, গোলের সংখ্যা এবং বাকি সব কিছুও ফুটবলের সঙ্গে জড়িত। এই সময়ে সেরা হওয়া আগের চেয়ে বেশি কঠিন। এর অন্যতম কারণ ফুটবলের গতি এবং খেলার ধরণ।'

Advertisement

সামনের বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা কতটুকু? মাক্রির বিশ্বাস আছে মেসির দলের উপর। তিনি বলেন, 'আমাদের মেসি এবং সব খেলোয়াড়ের প্রতি বিশ্বাস আছে। এটা কঠিন প্রতিযোগিতা। আর্জেন্টাইনরা চ্যাম্পিয়ন হয়নি, এই অতীত কলঙ্ক ভুলে যেতে হবে। এটা কোনো ব্যাপার না। টানা তিনটি ফাইনালে খেলা দারুণ ব্যাপার। তবে কখনও কোনো দলের ভাগ্য সহায় থাকে, কোনোটির থাকে না।'

এমএমআর/জেআইএম