খেলাধুলা

৩০০ রানের কথা ভেবেই ব্যাটিং নিয়েছিলেন মাশরাফি

টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দারুণ ব্যাটিং করছিলেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান। এরপরই ছন্দপতন। ২ উইকেটে ১৪৭ রান তুলে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পারলো ৯ উইকেটে ২১৬ রান।

Advertisement

পরে জিম্বাবুয়ের ব্যাটিং দেখে বোঝা গেল, এ উইকেট ব্যাটসম্যানদের নয়। অথচ টসে জিতে ব্যাটিং নেয়ার সময় নাকি এটাকে ২৮০-৩০০ রানের উইকেট ভেবেছিলেন মাশরাফিরা!

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে উঠে মাশরাফি জানালেন, শুরুতে এটাকে বড় রানের উইকেট ভেবেছিলেন তারা। তবে কঠিন হয়ে পড়া উইকেটে সাকিব-তামিম যেমন ব্যাটিং করেছেন তার প্রশংসা করতে ভুল করলেন না টাইগার দলপতি, 'আমরা ভেবেছিলাম, এটা ২৮০-৩০০ রানের উইকেট। কিন্তু এটা ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল। তামিম আর সাকিব দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, মধ্যের সময়ে আমরা অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি।'

এমএমআর/এমএস

Advertisement