খেলাধুলা

হাবিবুল বাশারকে টপকে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই সেরা অধিনায়ক মনে করা হয় মাশরাফি বিন মর্তুজাকে। তবে একটা সময় দল অতটা শক্তিশালী না হলেও অধিনায়ক হিসেবে নিজের সময়ে দারুণ সফল ছিলেন হাবিবুল বাশার সুমন। ওয়ানডে জয়ের হিসেবে এতদিন হাবিবুলই ছিলেন সবার ‍ওপরে। এবার পূর্বসূরীকে ছাড়িয়ে গেলেন মাশরাফি। বাংলাদেশ অধিনায়কদের মধ্যে ওয়ানডেতে এখন সবচেয়ে বেশি জয় নড়াইল এক্সপ্রেসের।

Advertisement

বাংলাদেশকে ৬৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। জিতিয়েছেন ২৯টিতে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নামার আগে মাশরাফির অধীনেও ২৯টি জয় ছিল বাংলাদেশের। বড় জয়ে সেটা ৩০ হলো। তবে সাফল্যের বিচারে বাশারের আগেই থাকবেন মাশরাফি।

হাবিবুল বাশারের আমলে ৬৯ ম্যাচের মধ্যে ২৯টি জিতলেও ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। সাফল্যের হার শতকরা ৪২.০২। অপরদিকে, মাশরাফির অধীনে ৫৩ ম্যাচের ৩০টিতেই জিতেছে টাইগাররা। হেরেছে মাত্র ২১টি, ২টির ফল হয়নি। সাফল্যের হার শতকরা ৫৮.৮২!

এমএমআর/এমএস

Advertisement