দেশজুড়ে

৪৫ বছর বয়সী বন্য হাতির মৃত্যু

কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জ এলাকা থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বনকর্মীরা। ফাঁসিয়াখালী বিটের অধীন ঘোনারপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ফাঁসিয়াখালীর বিট কর্মকর্তা এসএম এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে বনকর্মীরা টহল দিতে বের হলে ফাঁসিয়াখালীর ঘোনারপাড়া এলাকায় একটা মৃত বন্য হাতি দেখতে পায়। পরে সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমানসহ ঘটনাস্থলে যাই আমরা।

হাতির ময়নাতদন্তকারী কর্মকর্তা ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের টেরিনারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে বিট কর্মকর্তা এনামুল হক আরও বলেন, হাতিটির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে। কি কারণে মারা গেল ময়নাতদন্ত রিপোর্ট ফেলে বুঝা যাবে। তবে হাতির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরে হাতিটি মারা গেছে।

সায়ীদ আলমগীর/এএম/আইআই

Advertisement