দুই স্পিনার অক্ষর প্যাটেল ও হরভজন সিংয়ের বোলিং তোপে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ভারত। শুক্রবার হারারেরত ভারতের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১২৪ রান করে স্বাগতিকরা। ফলে ৫৪ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এ জয়ের ফলে টি-টোয়েন্টির দুই ম্যাচে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।ভারতের ছুড়ে দেওয়া ১৭৯ রানে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন ওপেনার হ্যামিল্টন মাসাকারজা ও চামু চিভাভা। তবে তারা বড় রানের জুটি করতে চাইলে চিভাভাকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার হরভজন সিং। আউট হওয়ার আগে ৩৪ বলে ২৩ রান করেন তিনি। আরেক স্পিনার প্যাটেলের বলে জিম্বাবুয়ের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৮ রান করে সাজঘরে ফেরেন মাসাকারজা। এরপর হরভজন ও প্যাটেল এই দুই স্পিনারের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন স্বাগতিকরা। পরের সারির ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হলে ২০ ওভার শেষে ১২৪ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে।ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পান অক্ষর প্যাটেল। এছাড়া দুটি উইকেট নেন হরভজন সিং। ম্যাচ সেরা হয়েছেন অক্ষর প্যাটেল।এর আগে হারারের স্পোর্টস ক্লাব মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান তোলে সফরকারি ভারত।টস জিতে ব্যাট করতে নেমে শুভসূচনা করেন ওপেনার অজিঙ্কা রাহানে ও মুরালি বিজয়। সিকান্দার রাজার কাছে বিজয় ৩৪ রানে রানআউট হলে ভাঙে ৬৪ রানের জুটি। এরপর দলীয় ৮২ রানে ক্রেমারের বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান অজিঙ্কা রাহানে। এরপর রবিন উথাপ্পা অপরাজিত ৩৯ ও মানিশ পান্ডের ১৯ রানে ওপর ভর করে বড় স্কোর সংগ্রহ করে ভারত।ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত থাকেন উথাপ্পা। এছাড়া মুরালি বিজয় ৩৪ ও অজিঙ্কা রাহানে করেন ৩৩ রান। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন এমপফু।এসকেডি/পিআর
Advertisement