তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাজরাতলা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, উপজেলার হাজরাতলা গ্রামের সুরত আলীর ছেলে তোফাজ্জেল হোসেন (৫০), তোফাজ্জেল হোসেনের ছেলে নয়ন হোসেন (২২), হারুন অর রশীদ (৪০), জালাল উদ্দিন (৫৫), আতিয়ার রহমান (৬০), জসিম হোসেন (১৬), আল জাহের (৩০), জয়নুদ্দিনসহ (৫০) ১০ জন। আহতদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়, দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাজরাতলা গ্রামের হারুন অর রশীদ ও মকবুল হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মকবুল হোসেন ও তার লোকজন হারুন অর রশীদ ও তার ভাই আল জাহেরকে মারধর করে। আর এরই জের ধরে বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ জন আহত হয়।ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে আবার সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এআরএ/পিআর
Advertisement