বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। ‘নায়করাজ’ নামে তিনি পরিচিত। আজ ২৩ জানুয়ারি নায়করাজের জন্মদিন। এ উপলক্ষে চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি বিভিন্ন আয়োজন করেছে। কোরআন তেলাওয়াত ও মিলাদ, বনানী কবরস্থানে নায়করাজের কবরে পুষ্পস্তবক অর্পণ, এফডিসিতে তার প্রতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ থাকছে বহুমুখী আয়োজন।
Advertisement
আজ সকালে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে নায়করাজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ শিল্পী সমিতি। এসময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক জায়েদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়ায় অংশ নেন।
সহসভাপতি রিয়াজ জানান, ‘নায়করাজ রাজ্জাক ইন্ডাস্ট্রির একটি সোনালী অধ্যায়ের নাম। তার আদর্শ, জীবনবোধ আমাদের সব শিল্পীদেরই অনুসরণ করা উচিত। তার সঙ্গ সবসময়ই আমাকে অনুপ্রাণিত করেছে। তার সঙ্গে কাজ করার অনেক মধুর স্মৃতি রয়েছে আমার। এগুলো হৃদয়ে চিরদিন উজ্জ্বল থাকবে। তার বিদেহি আত্মার জন্য দোয়া করবেন সবাই। তার পরিবারের জন্যই দোয়া রাখবেন।’
সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘নায়করাজ ছিলেন শিল্পী সমিতির প্রথম সভাপতি। তার নেতৃত্ব ইন্ডাস্ট্রিকে আলোর পথ দেখিয়েছে। আমরা তার স্মরণে আজ নানা রকম আয়োজন হাতে নিয়েছি। নায়করাজের নামে একটি শুটিং ফ্লোরের নামকরণের জন্য এফডিসির এমডির কাছে লিখিত দাবি জানাবে চলচ্চিত্র শিল্পী সমিতি। আশা করছি সবাইকে পাশে পাবো।’
Advertisement
এলএ/পিআর