হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এরই মধ্যে দেশে ফিরে গেছেন লঙ্কানদের ওয়ানডে অধিনায়ক আঞ্জেলো ম্যাথিউজ। এবার সাইড স্ট্রেইন চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন দলটির আরেক আক্রমণাত্মক ব্যাটসম্যান কুশল পেরেরা।
Advertisement
রোববার নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে ফাইনালে খেলার স্বপ্ন বাচিয়ে রাখে শ্রীলঙ্কা। তবে ওই ম্যাচেই ৪৯ রানের চমৎকার ইনিংস খেলা পেরেরা সাইড স্ট্রেইন চোটে পরেন। এ কারণে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ফলে ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দর্শক হিসেবেই খেলা দেখা লাগতে পারে তার।
এদিকে পেরেরার পরিবর্তে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার শেষ ম্যাচের দলে যুক্ত হচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা। ধনঞ্জয়া সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নিজেদের শেষ ম্যাচে আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
এমআর/জেআইএম
Advertisement