আন্তর্জাতিক

সরে দাঁড়াচ্ছেন হিজাব পরা সেই মডেল

হিজাব পড়া যুক্তরাজ্যের সেই বিউটি ব্লগার আমেনা খাতুন জানিয়েছেন প্রসাধনী ব্র্যান্ড লরিয়েলের যে ক্যাম্পেইনের কাজটি তিনি করছিলেন সেটি থেকে সরে দাঁড়াচ্ছেন। বিবিসি।

Advertisement

সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এ ক্যাম্পেইন ঘিরে যে কথাবার্তা উঠেছিল নিজের সরে দাঁড়ানোর জন্য সেটিকেই দায়ী করেছেন তিনি।

২০১৪ সালে আমেনার করা কিছু টুইট সামনে আসার পরই ক্যাম্পেইন থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন আমেনা। ওই টুইটগুলোকে কেউ কেই ইসরায়েলবিরোধী বলে আখ্যায়িত করেছিলেন।

চুলের কোনো প্রসাধনী সামগ্রীর জন্য প্রথম কোনো হিজাবী নারী হিসেবে এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই নিউজবিটকে এ জন্য নিজের আনন্দের কথাও জানিয়েছিলেন তিনি।

Advertisement

তবে সরে দাঁড়ানোর ব্যাখ্যায় আমেনা বলছেন, যে ধরনের ইতিবাচক আবেগ এ ক্যাম্পেইনে পাওয়ার কথা ছিল মানুষের সাম্প্রতিক কথাবার্তা তা খর্ব করেছে।

আমেনার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ২০১৪ সালে কিছু টুইটে ইসরায়েলবিরোধী মনোভাব দেখিয়েছিলেন আমেনা।

মুছে ফেলার কারণে ওই টুইটগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। তারপরও ওগুলোর জন্য ক্ষমা চেয়েছেন আমেনা।

এনএফ/জেআইএম

Advertisement