জাতীয়

৫ সিটিতে একই দিনে নির্বাচনের পরিকল্পনা

পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন একই দিনে করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এপ্রিলে তফসিল দেয়া হবে। আর মে মাসের শেষে একই দিনে পাঁচ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

নির্বাচন পরিচালনা শাখা সূত্র জানিয়েছে, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ভোটার তালিকা এবং সীমানা নিয়ে কাজ শুরু করেছে ইসি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সোমবার রাতে জাগো নিউজকে বলেন, সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটিতে একই দিনে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এ নির্বাচনের কার্যক্রম দ্রুত শুরু করবে কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের বিধান অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রথম সভা থেকে কর্পোরেশনের মেয়াদ গণনা শুরু হয়। পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৬ মাসের মধ্যে যেকোনোদিন ভোট গ্রহণ করা যায়। এই হিসাবে ২০১৮ সালের ৮ মার্চ থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, ১৩ মার্চ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে সিলেট, ৩০ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে খুলনা, ৯ এপ্রিল থেকে ৫ অক্টোবরের মধ্যে রাজশাহী, ২৭ এপ্রিল থেকে ২৩ অক্টোবরের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ার কথা।

Advertisement

এই পাঁচ সিটিতে বসবাসরত নাগরিকদের মধ্যে সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন; ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদিতে উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ভেতরে চলছে প্রস্তুতি। আগাম প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

এইচএস/বিএ