ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রায় যানজটে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ দুঃখ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর যানজট কম হয়েছে। গতকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। আজো সারাদিন ঢাকা-চট্রগাম, ঢাকা-সিলেটসহ দেশের সব মহাসড়ক স্বাভাবিক অবস্থায় ছিল। কিন্তু গতকাল রাতের অতিবৃষ্টি এবং সকালের দিকে এক সঙ্গে আটটি যানবাহন বিকল হওয়ায় টাঙ্গাইল-চন্দ্রা ও আশুলিয়ায় যানজট দেখা দেয়। তবে বর্তমানে পরিস্থিতি ভাল। যেসব যানবাহনের কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আল-মামুন/এআরএ/পিআর
Advertisement