জাতীয়

লালবাগে ৫ কোটি টাকার নকল ক্যাবল জব্দ

রাজধানীর লালবাগ থানাধীন নবাবপুর থেকে বিআরবি, প্যারাডাইস ও ইস্টার্ন ক্যাবলসহ ৭টি কোম্পানির প্রায় ৫ কোটি টাকা মূল্যের নকল বৈদ্যুতিক ক্যাবল জব্দ করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে প্রতারকরা সবাই পালিয়ে যায়। যে কারণে কাউকে গ্রেফতার করা যায়নি।

জানা গেছে, ওই প্রতারক চক্রের মূল হোতা লালবাগের বাসিন্দা গিয়াস উদ্দিন ঢালি। তিনিও পলাতক। গিয়াস উদ্দিনসহ অজ্ঞাত পলাতকদের বিরুদ্ধে বিএসটিআই আইনে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

জেইউ/এমআরএম/আইআই