খেলাধুলা

ঘরে-বাইরে দুই জায়গাতেই শক্তিশালী বাংলাদেশ : মুর

ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজেও এখন পর্যন্ত নিজেদের সেই দাপট ধরে রেখেছে মাশরাফি বিন মর্তুজার দল। তবে শুধু ঘরে নয়, গত কয়েক বছরের পারফরম্যান্সে টাইগারদের ঘরে-বাইরে দুই জায়গাতেই শক্তিশালী দল মনে করছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার মুর।

Advertisement

আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, যাদের বিপক্ষে প্রথম ম্যাচে রীতিমত নাকাল হয়েছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় মাশরাফির দল। এরপর শ্রীলঙ্কাও পাত্তা পায়নি।

এই দলকে কি হারাতে পারবে জিম্বাবুয়ে? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে মুর বলেন, 'আমরা সতর্ক আছি, বাংলাদেশ ঘরের মাঠে শক্ত দল। আসলে সাম্প্রতিক বছরের পারফরম্যান্সে তারা বাইরেও শক্তিশালী দল হয়ে উঠেছে।'

এই দলটির শক্তিমত্তার জায়গা কোথায়? পিটার মুরের উপলব্ধি, 'আমার মনে হয়, তারা স্পিন খুব ভালো খেলে, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা। এর সঙ্গে তাদের মোস্তাফিজ-রুবেলের মতো ডেথ ওভারের বোলার আছে, যারা খুবই শক্তিশালী। আমাদের এগুলো মাথায় আছে, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। কাল আমাদের ম্যাচের গুরুত্বপূর্ণ অংশটায় জিততে হবে। আমার মনে হয়, আমাদের সেই সামর্থ্য আছে।'

Advertisement

এমএমআর/আইআই