বিনোদন

নায়করাজের জন্মদিনে যতো আয়োজন

নায়করাজ রাজ্জাক। ঢাকাই সিনেমার ইতিহাসে বিস্ময়কর এক অধ্যায়। যেখানে হৃদয় নত হয় শ্রদ্ধা আর ভালোবাসায়। গেল বছরের ২১ আগস্ট তিনি পৃথিবীর মায়া কাটিয়েছেন। তবে তার প্রতি ভালোবাসা, সম্মানে ভাটা পড়েনি এতটুকুও।

Advertisement

আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) কিংবদন্তি চিত্রনায়ক রাজ্জাকের ৭৭তম জন্মদিন। এবারই প্রথম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নায়করাজকে ছাড়া তার জন্মদিন পালন করবে। তবে তাকে ঘিরে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে থাকবে বর্ণিল আয়োজন।

রাজ্জাকের জন্মদিন উপলক্ষে পরিচালক সমিতির পক্ষ থেকে আগামীকাল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘নায়করাজ আমাদের চলচ্চিত্রের মধ্যমনির মতো ছিলেন। তার চলে যাওয়ায় ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিচালক সমিতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

তিনি বলেন, ‘রাজ্জাক ভাইয়ের জন্মদিন উপলক্ষে বেলা ১১টায় এফডিসির মান্না ডিজিটালের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজ্জাক ভাইয়ের সহকর্মী, সিনিয়র শিল্পী ও পরিচালকরা এতে অংশ নেবেন। আলোচনা সভা শেষে তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজনও রয়েছে।’

Advertisement

এদিকে রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও এতিমদের ভোজনের ব্যবস্থা করা হয়েছে।রাজ্জাকপুত্র সম্রাট জানালেন, সকালে পরিবারের সদস্যরা মিলে বাবার কবর জেয়ারত করবো। বাদ-যোহর এতিম ও গরিবদের ভোজনের ব্যবস্থা করেছি। বাদ-আসর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রয়েছে। এছাড়া দিনব্যাপী বাসায় পরিবারের সদস্যরা কোরআন খতম করবে।

এলএ/আরআইপি