খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট স্বর্ণালি সময় পার করছে : বেলিম

বাংলাদেশ ক্রিকেট দল এখন স্বর্ণালি সময় পার করছে বলে জানালেন বাংলাদেশের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।সামনের দিনগুলোতেও এ সাফল্য ধরে রাখতে কাজ করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট সিরিজে সম্মানজনক ফলাফল সম্ভব।গত বছরের শেষ থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। ঘরের মাটিতে জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকাকেও ওয়ানডে সিরিজে ধরাশায়ী করেছে মাশরাফি বাহিনী। ঘরের মাঠে টানা চার চারটি সিরিজ জিতলো টাইগাররা।মাঝখানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে নিজেদের যোগ্যতার প্রমান রেখেছে টাইগাররা।ওয়ানডে সিরিজের গৌরবময় পারফরমেন্সের পর টাইগাররা এখন দক্ষিণ আফ্রিকার সঙ্গে মুখোমুখি হবে টেস্ট সিরিজে।এদিকে, ওয়ানডে  র‌্যাঙ্কিং অবস্থানের উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশ এখন নি:শ্বাস ফেলছে ইংল্যান্ডের ঘাড়ে।বাংলাদেশের বর্তমান সাফল্যকে অনেক ক্রিকেট বোদ্ধাই তুলনা করছেন ১৯৯৬ সালের শ্রীলঙ্কা দলের সঙ্গে। যারা ছোট দল থেকে ধীরে ধীরে বিশ্বক্রিকেটে জায়ান্ট দল হিসেবে সমীহ আদায় করে নিয়েছে।টেস্টে এখনো ওয়ানডে ক্রিকেটের মতো পরিপক্ক হতে পারেনি টাইগাররা। তবে ঈদের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে টাইগাররা তাদের সামর্থ্য আনুযায়ি খেলতে পারলে সম্মানজনক ফলাফল হতে পারে।ধারাবাহিক পারফর্মেন্সের স্বীকৃতিস্বরুপ আইসিসির ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৫১ থেকে ১৫ নম্বরে উঠে এসেছেন ওপেনার সৌম্য সরকার।এদিকে, র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেনি। সাতেই আছে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট বেড়ে ইংল্যান্ডের ঘাড়ে নিশ্বাস ফেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৮ আর বাংলাদেশের ৯৬।এসকেডি/পিআর

Advertisement