প্রকৃত প্রতিবন্ধীদের কার্ড প্রদান নিশ্চিতসহ সরকারের ত্রাণসামগ্রী, ভাতা ও আর্থিক সাহায্য সঠিকভাবে দরিদ্রদের বিতরণ করার দায়িত্ব সংশ্লিষ্ট সকলের। আর এসব সামগ্রী বিতরণে কারো গাফলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চরণ করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশির জিগাতলা চররূপপুর গ্রামে প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি কার্যালয়ের প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকার বিনামূল্যে প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। তাই প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করুন। বাংলাদেশের প্রতিবন্ধী শিশুরা সারাবিশ্বে খেলাধুলাসহ প্রতিটি সেক্টরে কৃতিত্ব স্থাপন করছে। আপনার সন্তানকে বিদ্যালয়ে দিন। আপনার সন্তানও একদিন বিশ্বসেরা হবে।এ সময় মন্ত্রী উন্নত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া দুঃস্থদের সহযোগিতার জন্য স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। পরে মন্ত্রী সাত শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে আটা, চাল, চিনি, সেমাই, নগদ অর্থসহ তিন লক্ষাধিক টাকার বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন। প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি প্রতিবন্ধী ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা সহ-সভাপতি বশির আহমেদ বকুলের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা মোহাম্মদ রশীদুল্লাহ্ প্রমুখ।আলাউদ্দিন আহমেদ/এআরএ/পিআর
Advertisement