খেলাধুলা

তামিমের কাছ থেকে শিখছেন বিজয়

এমন ওপেনিং সঙ্গী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। গত কয়েক বছর ধরে বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ হয়ে আছেন তামিম ইকবাল। দুর্দান্ত ধারাবাহিক এই ওপেনারের পাশে খেলতে পেরে উচ্ছ্বসিত এনামুল হক বিজয়ও। দীর্ঘদিন পর দলে ফেরা এই ওপেনার জানিয়েছেন, তামিমের কাছ থেকে অনেক কিছু শিখছেন তিনি।

Advertisement

তামিম ইকবালের মতো সিনিয়র সঙ্গী পাওয়ায় অনেক কিছু শিখতে পারছেন, জানিয়ে বিজয় বলেন, 'আমার কাছে মনে হয়, বড় ইনিংস খেলা একটা অভ্যাসের ব্যাপার। তামিম ভাইকে দেখলে বুঝতে পারি। তিনি ২০১৫ সাল থেকে যেভাবে বড় ইনিংস খেলে যাচ্ছেন, আমার মনে হয় জুনিয়র ব্যাটসম্যান হিসেবে এটা আমার জন্য শিক্ষণীয় ব্যাপার।'

তামিমের মতো একজন ব্যাটসম্যানের সঙ্গে খেলতে পারায় নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন বিজয়। এ সম্পর্কে তিনি বলেন, 'তামিম ভাই সব সময় খুব সমর্থন করেন। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম ভাইয়ের চেয়ে সাপোর্টিভ কেউ নেই। তামিম ভাইয়ের সাথে ব্যাটিং করা গর্বের ব্যাপার। বাংলাদেশে এতো বড় একজন ওপেনার জন্ম নিয়েছেন, এটা বিরাট ব্যাপার। তার সাথে নানা বিষয় নিয়ে কথা হয়। অফ দ্য ফিল্ড বা অন দ্য ফিল্ডে কথা হয়েছে। তিনিও আমার প্রশংসা করেছেন। আসলে দুই দিক থেকেই রান এলে খুব ভালো হয়। সেটা আসছে।'

ওপেনাররা বড় রান পেলে পরের ব্যাটসম্যানদের উপর চাপ কমে যায়। বিজয় সেটা উপলব্ধি করতে পারছেন। বাঁহাতি তামিমের সঙ্গে তার বাঁহাতি কম্বিনেশনটা প্রতিপক্ষকেও বিপদে ফেলতে পারবে, আশা এই ওপেনারের, 'ডানহাতি ও বাঁহাতির কম্বিনেশন থাকলে বোলারদের জন্য একটু অসুবিধা থাকে। দিক পরিবর্তন হলে বোলিংয়েও পরিবর্তন আনতে হয়। আমরা ওপেনাররা যদি বেশি রান করতে পারি, তাহলে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ হয়ে যায়। মাত্র তো দলে ফিরলাম, আশা করি সামনে আরো বেশি কিছু শিখতে পারবো এবং বড় কিছু করতে পারবো।'

Advertisement

এমএমআর/পিআর