আন্তর্জাতিক

অনুমতি ছাড়া নারীকে স্পর্শ করা যাবে না : দিল্লি আদালত

অনুমতি ছাড়া কোনো নারীকে কেউ স্পর্শ করতে পারবেন না বলে দিল্লির একটি আদালত একটি মামলার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। একইসঙ্গে লম্পট ও বিকৃত যৌন রুচির পুরুষদের হাতে নারীদের আক্রান্ত হতে হচ্ছে উল্লেখ করে বিষয়টিকে দুঃখজনক বলেও মন্তব্য করা হয়েছে।

Advertisement

৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলার রায় দিতে গিয়ে এসব পর্যবেক্ষণ আসে। ২০১৪ সালে ভিড়ের মধ্যে ওই শিশুর শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার আসামিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আদালত বলছেন, কোনো নারীর শরীর সম্পূর্ণ তার নিজের এবং এর উপর পুরো অধিকার কেবল তারই রয়েছে এবং অন্য কারো, সে যে উদ্দেশ্যেই হোক না কেন, ওই নারীর সম্মতি ছাড়া তার শরীরে স্পর্শ করার কোনো অধিকার নেই।

আদালত আরও বলছেন, নারীর গোপনীয়তার যে অধিকার রয়েছে পুরুষ তা উপলব্ধি করতে পারছে না বলে মনে হচ্ছে এবং অসহায় নারীদের যৌন হেনস্থা করে নিজেদের লালসা মেটানোর আগে তারা দ্বিতীয়বার চিন্তা পর্যন্ত করে না।

Advertisement

এনএফ/আইআই